ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় উইমেন্স ইনোভেশন ক্যাম্প গত ২১ জুলাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই যে কোন উন্নয়ন-অগ্রগতিতে নারীদের সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। এজন্য প্রয়োজন নারীর যথাযথ ক্ষমতায়ন ও সমঅধিকার। নারীদেরকে সেল্ফ এন্টারপ্রিনিয়ার হতে হবে। এসব বিষয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বলেই একের পর এক যুগান্তকারী কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অনুসরণে উইমেন্স ইনোভেশন ক্যাম্প আয়োজন অত্যন্ত একটি সময়োপযোগী কার্যক্রম। প্রধানমন্ত্রী নারীদের উদ্ভাবনী শক্তি সম্পর্কে অবগত। বর্তমানে যেসব নারী উদ্ভাবনী চিন্তা ও ধারণাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় তাদের জন্য অনেক বড় বড় সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে। তিনি আত্মবিশ্বাসের সাথে নতুন আইডিয়াগুলোকে বাস্তবে রূপদান করার জন্য আগামীদিনের নারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানান।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।