মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হ্যাক হয়েছে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসের টুইটার অ্যাকাউন্ট। এখানেই থেমে থাকেনি হ্যাকাররা। তার অ্যাকাউন্ট থেকে পর্ন ভিডিও ক্লিপ লাইক করেছে হ্যাকাররা। এই পরিস্থিতিতে তিনি সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে টুইটারে এক ভিডিও পোস্ট করে পুরো ঘটনা জানান ওয়াকার ইউনুস। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আর কখনও তাকে দেখা যাবে না। এই প্রথমবার নয়, আগেও যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল, সেটাই জানিয়ে দেন তিনি।
ওয়াকার সেই ভিডিও বার্তায় বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। নিম্নরুচির ভিডিও লাইক করেছে আমার অ্যাকাউন্ট থেকে। এটা খুবই লজ্জা ও আফশোসের ব্যাপার। আমার পরিবারের কাছে এটা খুব অস্বস্তিরও ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভেবে দেখলাম যে করেছে সে তো আর থামবে না। আগেও এমন ঘটনা ঘটেছিল। তাই আমি নিজেকেই সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। আমার পরিবারও তাই চায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।