নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিচ্ছেন সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অনেকদিন ধরেই খবরের পাতায় শোভা পাচ্ছিল সংবাদটি। ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবের অধিগ্রহনের ফাঁকে এবার নতুন খবর। দ্য সানের রিপোর্টে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাবটি টিভি সত্ত¡ নিলামের বাইরে রাখতে উপায় খুঁজছে।
দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছিল, সউদী আরবের পাইরেট টিভি স্টেশন ‘বিআউটকিউ’ অবৈধভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের লাইভ স্ট্রিমিং প্রচার করেছিল। বিশ্ব বাণিজ্য সংস্থাও সউদী আরবের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
সউদী যুবরাজের নেতৃত্বাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিউক্যাসল ইউনাইটেড অধিকারে নিতে সমস্যা তৈরি করবে বলে ধরা হচ্ছে। বিইন স্পোর্টস বর্তমানে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার টিভি সত্ত¡ ৫০০ মিলিয়ন পাউন্ডে নিজেদের কাছে রেখেছে। যার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। কিন্তু এই চুক্তিটি আগামী বছর পুণরায় আলোচনায় উঠতে পারে বলে খবর দিয়েছে মিরর। ব্রডকাস্টিং প্রতিদ্ব›দ্বীর কাছ থেকে তখন পাবলিক ইভেস্টমেন্ট ফান্ড নিজের হস্তগত করার সুযোগ পাবে।
এখন ক্লাব কেনার পাশাপাশি টিভি সত্ত¡ নিজেদের করে নেয়ার সউদী প্রচেষ্টা কতদূর সফল হবে, তা সময়ই বলে দেবে। এর মাঝে আইনি জটিলতার পাশাপাশি আর্থিক বিষয়টিও বিবেচনার থাকবে। আবার বিশ্ব বাণিজ্য সংস্থা এখানে কি অবস্থান নেয়, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। শেষ অবধি প্রিন্সের টিভি সত্তে¡র খায়েশ কি মিটবে? সেই উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।