Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্ব শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করলো জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৩:১৪ পিএম

আজ শুক্রবার বিশ্ব শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয় এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, শান্তিরক্ষায় প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিদের অবদান জাতিসংঘ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বার্তায় উল্লেখ করা হয়, এবারের শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ বিশেষভাবে বাংলাদেশ এর মেধাবী এবং সাহসী নারী শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীকে ধন্যবাদ দিতে চায়। পৃথিবীর নানা প্রান্তে , জাতিসংঘের শান্তিরক্ষীরা কঠোর পরিশ্রম , একাগ্রতা , মেধা এবং অসীম সাহসিকতার সমন্বয় ঘটিয়ে শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে । তেমনিভাবে শান্তিরক্ষায় নারী শান্তিরক্ষীর ভুমিকাও অপরিসীম ।

শুধু সংঘর্ষের পথ থেকে শান্তির পথে বিভিন্ন জনপদকে ফিরিয়ে আনা নয় , বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোভিড - ১৯ এর বিরুদ্ধে লড়াইয়েও সামনে থেকে লড়ছেন বাংলাদেশি নারী শান্তিরক্ষীরা বলে উল্লেখ করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ