Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় তিন পুলিশসহ ১১ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১০:৪১ এএম

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে তিন পুলিশ সদস্যসহ ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের দুইজন তেরখাদা থানার পুলিশ সদস্য, একজন শিল্পাঞ্চল পুলিশের সদস্য, বাকিরা দিঘলিয়া ও দাকোপ উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১১৬টি। এদের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সকলেই খুলনার বাসিন্দা। এদের মধ্যে পুলিশের সদস্য তিনজন রয়েছেন।

তিনি আরও জানান, আক্রান্তদের একজন তেরখাদা থানার এসআই (৩৭), আরেকজন একই থানার এএসআই (৪২), একজন শিল্পাঞ্চল পুলিশের সদস্য (২০), ৫ জন দিঘলিয়া উপজেলার সেনহাটীর বাসিন্দা, তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। দুইজন দাকোপ উপজেলার বাসিন্দা, তাদের একজন বাজুয়া এলাকার নারী (২৮), একজন জয়নগর এলাকার যুবক (২০)। একজন বটিয়াঘাটা উপজেলার নারী (২৬)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ