বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সংগঠনবিরোধী কর্মকা-ের অভিযোগে নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুককে বহিষ্কারের প্রতিবাদে গতকাল (শনিবার) দুপুরে চট্টগ্রাম কলেজের সামনের সড়কে ব্যারিকেড দেয় ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সমর্থকদের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বহিষ্কৃত সহ-সভাপতি ফারুক যুবলীগ নেতা টিনুর অনুসারী হিসেবে পরিচিত। সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকা-সহ বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করে নগর ছাত্রলীগ। এর প্রতিবাদে টিনু পক্ষের নেতা-কর্মীরা চট্টগ্রাম কলেজের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি জানান, এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে তার কর্মীরা সড়কে ব্যারিকেড দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।