বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে মা তার মাদক সেবনকারী পুত্র হত্যার দায় চাপালেন জনতার ওপর। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে মা মাছু বেগম চুরির দায়ে তার পুত্র হাসান আলীকে বিক্ষুব্ধ জনগণ পিটিয়ে পুলিশে সোপর্দ করলে তার মৃত্যু হয় বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে নিহত হাসান আলীর মা’র লিখিত বক্তব্য পড়ে শোনান বড় ভাই আবুল হাসেম। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান আলী (২৩)কে চুরির দায়ে একই এলাকার জনগণ পিটিয়ে আহত করে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করে। সে মাদকসেবী ছিল। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে হাসান আলী হেরোইন সেবনের জন্য তারাগুনিয়া এলাকার এক মাদকের আখড়ায় যায়। এরপর বিকেল ৩টার দিকে তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরীকে জড়িয়ে সংবাদ প্রকাশ যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। নিহত হাসান আলীর মৃত্যুর সাথে মিন্টু চৌধুরীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন হাসান আলীর মা মোছাঃ মাছু বেগম। উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিহতের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে চুরির অভিযোগে মাদক সেবনকারী হাসান আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই মিন্টু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে এমন সংবাদ প্রকাশ হলে তারই প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।