Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা ইদরিস (রহ.) ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর -ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৯:১২ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা ও নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা ইদরিসের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল্লামা ইদরিস সাহেব দ্বীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তার ইন্তেকালে ইসলামপ্রিয় জনগণের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমীন।
বাংলাদেশ জনসেবা আন্দোলন : এছাড়া, আল্লামা ইদরিসের ইন্তেকালে বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম ও মহাসচিব মাওলানা ইয়ামিন হোসাইন আজমী আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন. আল্লামা ইদরিস ছিলেন আদর্শ মানুষ গড়ার একজন কারিগর। একজন আদর্শ ওস্তাদ। তার ইন্তেকালে বাংলাদেশ হারালো একজন বড় আলেমকে। নেতৃদ্বয় মরহুমের রুহের
মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ