Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৪ এএম

খারাপ আবহাওয়ায়
খারাপ আবহাওয়ার কারণে মহাকাশে নভোচারী পাঠাতে পারলো না মার্কিন বেসরকারি গবেষণা সংস্থা স্পেস এক্স। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে নামের নাসার দুই নভোচারীকে মহাকাশে পাঠানোর কথা ছিল স্পেস এক্সের। তবে বৃষ্টির কারণে সেটি আর হয়ে ওঠেনি। নাসা।


সউদীতে নিহত ৬
সউদী আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এক গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে গোলাগুলির এ ঘটনা ঘটে। মঙ্গলবারের এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। এসপিএ, ডন।


পরিকল্পনায় অনড়
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় প্রতি বছর। কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এবার বড় পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন না করার পক্ষেই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনায় অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিডবিøউ।


ভারতে দাবদাহ
ভারতজুড়ে নতুন করেনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার মধ্যেই রাজধানী দিল্লিসহ দেশটির উত্তরাঞ্চল তীব্র দাবদাহের কবলে পড়েছে। উত্তর ভারতের বহু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়, দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক ৬ সেলসিয়াস ছোঁয়। বিবিসি।

বন্ধের হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হুমকি দিয়ে বলেছেন যে, তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো বন্ধ করে দেবেন। প্রথমবারের মতো ট্রাম্পে দুটি টুইটে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। আর এরপরই এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্প। আরব নিউজ।

ওয়ার্ল্ডস গ্রেভইয়ার্ড
করোনা ভাইরাসে বেশুমার মৃত্যুতে ব্রাজিলকে বৃটেনের অনলাইন দ্য সান বিশ্বের কবরস্থান হিসেবে আখ্যায়িত করেছে। ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেভইয়ার্ড’ শিরোনামে বলা হয়েছে, একদিনে সব দেশকে ছাড়িয়ে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রকেও একদিনের মৃত্যুর সংখ্যায় ছাড়িয়ে গেছে দেশটি। দ্য সান।

বৈধ কোস্টারিকায়
এবার সমকামী বিয়ে বৈধ ঘোষণা করল কোস্টারিকার আদালত। এর মধ্য দিয়ে এই প্রথম মধ্য আমেরিকার এই দেশ এই ধরনের বিয়ের বৈধতা দিল। মঙ্গলবারের ঘোষণায় এদিন মাঝরাত থেকে এই রায় কার্যকর বলেও রায়ে জানানো হয়। কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো একটি অনুষ্ঠানে এর সত্যতা নিশ্চিত করেছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ