মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার কারাগার। দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে গতকাল (মঙ্গলবার) এসব বন্দীকে মুক্তি দেয়া হলো। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।
বন্দী মুক্তির পর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, “বন্দী বিনিময় ইস্যুর সুন্দর ব্যবস্থাপনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এর জবাবে শুভেচ্ছার নিদর্শন হিসেবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবানের দু হাজার বন্দীকে মুক্তি দেয়ার উদ্যোগ নেন।
আফগান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইটার বার্তায় “ভালো আগ্রগতি” বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তালেবানও উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বন্দীকে মুক্তি দেবে। তবে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো কথা বলেন নি। গতরাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।