Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরগঞ্জে চার শীর্ষ জুয়ারীকে ১মাসের সাঁজা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৯:২৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তঃজেলা চার শীর্ষ জুয়ারীকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়জোড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে ওই সাঁজা দেন ময়মনসিংহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ঘটনাস্থলে যান।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের বেই নামক বিলের মাঝখানের উঁচু জায়গায় জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে আসেন ময়মনসিংহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে বেশ কয়েকজন জুয়ারি পালিয়ে গেলেও আন্তঃজেলা চার শীর্ষ জুয়ারিকে আটক করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের ফজলুল হক (৫৫), রামচন্দ্রপুর গ্রামের আক্তার হোসেন (৪৫), চরআলগী গ্রামের আব্দুল মালেক (৩৫), বালিহাটা গ্রামের নয়ন মিয়া (৩৫)কে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ