Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক কারাতে জাজ জুয়েল আর নেই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৫:৪৩ পিএম

আন্তর্জাতিক কারাতে জাজ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের কোচ হুমায়ুন কবির জুয়েল (৫২) আর নেই। আজ মঙ্গলবার সকাল ৮ টায় শ্বাসকষ্ট জনিত কারণে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র ছাত্রী গুনগ্রাহী রেখে গেছেন। কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি জুয়েলের মৃত্যুতে বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ও বাংলাদেশ কারাতে ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছেন। হুমায়ুন কবির আনসার ব্যাটালিয়নের কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সংযুক্ত প্রশিক্ষণ ক্রীড়া শাখায় কর্মরত ছিলেন। তিনি চাকরির শুরু থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই সঙ্গে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়াও তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বেশ ক’টি কারাতে কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার অকাল মৃত্যুতে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হলো। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেরারেল শরীফ কায়কোবাদ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ