বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি পল্লী নিবাস লকডাউন করা হয়েছে। তার ছেলে রংপুর ১ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদের দেহরক্ষীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই লকডাউন।
শনিবার সাদ এরশাদের দেহরক্ষী শিবলু করোনা ভাইরাস পজেটিভ আসে। সোমবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এটি নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মহানগর পুলিশের তাজহাট থানা যৌথভাবে রোববার রাতে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস ‘লকডাউন’ করেছে।
তিনি আরও বলেন, সেখানে অবস্থান করছেন সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদ। সেখানের সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।