প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতি হয়েছেন গাজী রাকায়েত ও সাধারণ স¤পাদক এসএ হক অলিক। সভাপতি পদে গাজী রাকায়েতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান। গাজী রাকায়েত ভোট পান ১৮৪। জাহিদ হাসান পান ১৪৩। এসএ হক অলিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তফা কামাল রাজ। অলিক ভোট পান ২০৩। রাজ ভোট পান ১৩৪। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সপ্তম তলার চার নম্বর কক্ষে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ৩৮৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩৫৪ জন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শুরু হয়। গতকাল ভোর সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হন, সহ-সভাপতি পদে সৈয়দ শাকিল, কচি খন্দকার ও সকাল আহমেদ। সহ-সাধারণ স¤পাদক পদে হৃদি হক ও মাসুদ মহিউদ্দিন। সাংগঠনিক স¤পাদক পদে কামরুজ্জামান সাগর। অর্থ স¤পাদক পদে নঈম ইমতিয়াজ নেয়ামূল ও প্রচার স¤পাদক পদে জুয়েল মাহমুদ। একই সঙ্গে ১০ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, কৌশিক শংকর দাশ, ফিরোজ খান, মারুফ মিঠু, মিলন ভট্টাচার্য, ফেরারী অমিত, ফজলুল হক, শামীমা শাম্মী ও সাজ্জাদ সানি। উল্লেখ্য, ২০০২ সালে নাট্যনির্মাতাদের অধিকার রক্ষার জন্য গঠন করা হয় ডিরেক্টরস গিল্ড। তিনবার সিলেকশন পদ্ধতিতে কমিটি গঠন করা হলেও এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে ৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৩ প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ড. ইনামুল হক। কমিশনার ছিলেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ। নির্মাতাদের ভোটে জনপ্রিয় অভিনয় শিল্পীরা এসে হাজির হন। তারা নির্মাতাদের শুভেচ্ছা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।