Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা নিউরোসাইন্স সামিট ৬ আগস্ট

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা নিউরোসাইন্স সামিট-২০১৬ আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এই সামিটে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য নিউরোমেডিসিন ও নিউরোসার্জন বৃন্দ। দেশের চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক অগ্রযাত্রাকে তুলে ধরতে এবং জনগণকে স্ট্রোক এর ঝুঁকি সম্পর্কে অবহিত করতে আয়োজন করা হচ্ছে এই সামিট। এর উদ্বোধন করবেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। আলোচক হিসেবে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর নিউরোসার্জারী বিভাগের ডীন প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। এতে বক্তব্য রাখবেন ভারতের নিউরোলজিক্যাল সোসাইটি এর সাবেক সভাপতি প্রফেসর ডা. আর এম ভট্টাচার্য।
দেশের নিউরো রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খন্দকার মানজার-ই-শামীম। আলোচনায় অংশগ্রহণ করবেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. এএসএম কামরুল হাসান। পুনর্বাসন সহায়তা সম্পর্কে আলোচনায় অংশ নেবেন স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন এর হেড অব অপারেশন মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ সামিটে সাধারণ মানুষের নিউরো স্বাস্থ্য সচেতনতা ও স্ট্রোক রোগীদের পুনর্বাসন নিয়ে আধুনিক চিকিৎসার নানা দিক সম্পর্কে আলোকপাত করা হবে। এ সামিটে বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা নিউরোসাইন্স সামিট ৬ আগস্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ