Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম হবে ব্যবসা পর্যটনবান্ধব নৈসর্গিক নগরী - চসিক মেয়র

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বন্দর নগরী চট্টগ্রাম হবে ব্যবসা ও পর্যটনবান্ধব নৈসর্গিক নগরী। আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামকে তিলোত্তমা নগরী ও আধুনিক বিশ্বমানের নগরীর শ্রেণউতে উন্নীত করা হবে। ক্লিন ও গ্রিন সিটির ভিশন ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এডিপির অর্থায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে গত শুক্রবার নগরীর ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ধুমপাড়া সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচনকালে মেয়র এসব কথা বলেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে মেয়র বলেন, চসিক ত্রি-বার্ষিক পরিকল্পনার আওতায় নগরীর সব রাস্তা পিচঢালাই এবং আরসিসি ঢালাই রাস্তায় উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে।
এ সময় স্থানীয় কাউন্সিলর হাজী জয়নাল আবদীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম হবে ব্যবসা পর্যটনবান্ধব নৈসর্গিক নগরী - চসিক মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ