বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে কেবল বড় হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০২ জন। এর মধ্যে ১২জন মারা গেছেন। সংশ্লিষ্টরা জানান, সিলেট বিভাগে এখনও করোনাক্রান্ত হওয়া ৬০২ জনের মধ্যে সিলেটে ২৭৪, মৌলভীবাজারে ৮৩, সুনামগঞ্জে ৮৯, ও হবিগঞ্জে ১৫৬ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটে ৯, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ৪এপ্রিল বিভাগে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা ঘটে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সাঞ্চু মিয়া নামের এক ব্যক্তি ওইদিন মারা যান করোনার উপসর্গে। পরদিন করোনা পজিটিভ ছিলেন বলে পরীক্ষায় শনাক্ত হন তিনি। ডা: আনিসুর রহমান আরো জানান, সিলেটে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।