বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে পুলিশ সদস্য-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন খুলনার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন রয়েছেন। গতকাল শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৮৮টি। এদের মধ্যে মোট ১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার চারজন খুলনা জেলার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন।
তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন খুলনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলোজিস্ট, একজন পুলিশ সদস্য (৪১) যিনি ফুলতলা উপজেলার আটরা এলাকার বাসিন্দা, একজন ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা (৪২) ও একজন দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা (৫৫)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।