Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে গত ২৪ ঘন্টায় ৯ পুলিশসহ নতুন করে ১৪ জন আক্রান্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ২:৫০ পিএম

রংপুরে গত ২৪ ঘণ্টায় ৯ জন পুলিশসহ নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩’শ ৩৯ জনে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানিায়েছেন, রংপুর মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮ জনের নমুনার পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে রংপুর পুলিশ লাইন্সের ৭ জন পুলিশ সদস্য, ২ জন মেট্রোপলিটন পুলিশের সদস্য রয়েছেন। এছাড়া, নগরীর জলকর, মুন্সিপাড়া, চব্বিশ হাজারি কদমতলা, ধাপ চিকলিভাটা ও বালাপাড়া এলাকা থেকে একজন করে রয়েছেন।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রমেকের পিপিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হয়। একারণে রাত সাড়ে এগারোটায় নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এই ১৪ জনসহ রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩’শ ৩৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। আর মারা গেছেন তিনজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ