Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছর ধরে নিখোঁজ ফুলবাড়ীর আব্দুল ওয়াদুদ

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজদের সন্ধানে নেমেছে পুলিশ। ৪ বছর থেকে নিখোঁজ এসএসসি পাস আব্দুল ওয়াদুদ মানিক (২০)। নিখোঁজ আব্দুল ওয়াদুদ মানিক উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দলালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। এই ঘটনায় গত ২০ জুলাই আব্দুল ওয়াদুদ মানিকের পিতা আব্দুল জলিল ফুলবাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। আব্দুল জলিল জানায়, গত ২০১১ সালে এসএসসি পাস করার পর পারিবারিক কলহের কারণে সে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ীতে আসেনি এবং পরিবারের সাথে তার কোন যোগাযোগও নাই। এরই মধ্যে পুলিশের নিখোঁজ তল্লাশী করতে গেলে তার পরিবারের কথা চিন্তা করে তিনি গত ২০ জুলাই এই জিডি করেন। জানা গেছে, আব্দুল জলিলের ১ম স্ত্রী নিলুফা বেগম এর গর্ভে আব্দুল ওয়াদুদ মানিক ও রেদওয়াদুল ইসলাম নামে ২ সন্তানের জন্ম হয়। আব্দুল ওয়াদুদ মানিকের জন্মের পর আব্দুল জলিলের স্ত্রী নিলুফা ইয়াসমিনের মৃত্যু হয়। এরপর আব্দুল জলিল ২য় বিয়ে করেন। সেই স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২য় স্ত্রী ঘরে আনার পর সৎ মায়ের সঙ্গে আব্দুল ওয়াদুদ মানিক ও রেদওয়াদুল ইসলামের সম্পর্কের অবনতি হয়। এ কারণেই আব্দুল ওয়াদুদ এসএসসি পাস করার পর ঘর ছাড়ে। ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, পরিবার থেকে নিখোঁজ হওয়া যুবকেরা জঙ্গি কর্মকা-ে জড়িয়ে পড়ছে। এ কারনে সারাদেশে নিখোঁজদের তালিকা তৈরী করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতেও নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে। জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফুলবাড়ী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ী ডিলিংক্স লাইসেন্স না থাকার অপরাধে ৬ ব্যবসায়ীর নিকট জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। জরিমানা প্রদানকারীরা হলো- মুদি ব্যবসায়ী প্রদীপ ষ্টোরের মালিক প্রদীপ কুমার ৫০০ টাকা, গনেশ চন্দ্র ২০০ টাকা, রতন চন্দ্র ৩০০ টাকা, স্বপন চন্দ্র ৩০০ টাকা, এ্যানিরুল ইসলাম ৩০০ টাকা ও আমিরুজ্জামান ৩০০ টাকা। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর বাজারে ফরমালিন বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কিন্তু পৌর বাজারে কোন মাছে ফরমালিন পাওয়া যায়নি, অপরদিকে অত্যাবশকীয় পণ্য বিক্রেতাদের ডিলিংক্স লাইসেন্স না থাকায় তাদের নিকট জরিমানা আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার বছর ধরে নিখোঁজ ফুলবাড়ীর আব্দুল ওয়াদুদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ