বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুরে শিশুসহ ২জন ও তারাকান্দায় ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার নমুনা পরীক্ষার পর ফুলপুর উপজেলার বাশঁতলা গ্রামের কলেজ ছাত্র ওমর ফারুক (২০) ও ফুলপুর পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন শিশু আল সামি (৬) এবং তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের ঝর্ণা আক্তার (২০), মাইদুল ইসলাম (১৩), আব্দুল মান্নান (৪০), মাইন উদ্দিন (৪২) ও নুরুন্নাহার (২৮) নামে ৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।তারাকান্দার ৫ জনের মাঝে সুবলিয়া পাড়া গ্রামের ৩ জন ও কোদালিয়া গ্রামের ২ জন।
তাদেরকে বিশেষ ব্যবস্থায় বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন ফুলপুর স্বাস্থ্য বিভাগ। তবে তাদের করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাসা-বাড়ি ও আশপাশ এলাকাটিকে বিশেষভাবে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে এবং তাদের বাসা-বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।
এদের নিয়ে এ পর্যন্ত ফুলপুরে ১৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মাঝে ১ জন মারা যায় এবং ৪ জন ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন এবং তারাকান্দায় ৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ফুলপুর পৌরসভায় কাজ করে যাচ্ছি। কাজ করার সময় ওমর ফারুক (২০), শিশু আল সামি (৬), ঝর্ণা আক্তার (২০), মাইদুল ইসলাম (১৩), আব্দুল মান্নান (৪০), মাইন উদ্দিন (৪২) ও নুরুন্নাহার (২৮)এর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার (২১ মে) নমুনা পরীক্ষার পর উক্ত ব্যক্তিদের করোনা ভাইরাস পজেটিভ পায় ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত করোনা শনাক্ত করণের পিসিআর ল্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।