প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী সুস্মিতা সেন জানিয়েছেন, ২০১৪ সালে তার অ্যাডিসন’স ডিজিজ ডায়াগনোস হয়েছে। অ্যাডিসন’স ডিজিজ এক ধরণের বিরল অটোইমিউন রোগ যার আরেক নাম অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এর কারণে শরীরে বিশেষ কিছু হরমোন উৎপন্ন হয় না।
তিনি জানান এই রোগের কারণে তাকে কতটা ভুগতে হয়েছে এবং তার শরীর অনেক সময় কতটা বিরূপ আচরণ করত। “২০১৪’র সেপ্টেম্বরে আমার অ্যাডিসন’স ডিজিজ নামের অটোইমিউন অবস্থা ডায়াগনোস হবার পর আমার অনুভূতি হয়েছিল, আমার আর যুদ্ধ করার কোনও ক্ষমতা নেই। আমার শরীর একই সঙ্গে হতাশা, ক্লান্তি আর ক্রোধে পূর্ণ হয়ে উঠত। চোখের নিচে কাল বলয়ও আমার অবস্থার পুরো প্রকাশ হত না। আমাকে স্টেরয়েডের বিকল্প কর্টিসল নিতে হত আর তার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনও সীমা ছিল না। এমন দুরারোগ্য রোগের সঙ্গে বাস করার চেয়ে আর দুর্বিষহ কিছু হতে পারে না,” ১৯৯৪ সালে মিস ইউনিভার্স এবং বলিউড অভিনেত্রীটি বলেন।
৪৪ বছর বয়সী তারকা জানান তার এই রোগ তিনি সামাল দিয়েছেন আত্মপ্রত্যয় আর নানচাকু ওয়ার্ক আউট সেশনের মাধ্যমে। ওকিনাওয়া ধারায় মার্শাল আর্টস অস্ত্র নানচাকু ব্যবহার করা হয়ে থাকে। সুস্মিতা বলেন : “যথেষ্ট ভুগেছি। আমার মন শক্ত করার জন্য একটা উপায় দরকার ছিল আমার শরীর যাকে অনুসরণ করবে। তা করেছি নানচাকু মেডিটেশন দিয়ে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।