বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড়সহ বিপদ আপদ বালা-মুসিবতে ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। আজ এক অডিও বার্তায় পীর সাহেব চরমোনাই ঘূর্ণিঝড় আম্ফান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একধরণের সর্তকবার্তা।
তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে স্থলে যত বিপর্যয় বা দুর্যোগ তা মানুষের কৃতকর্মের ফল। কাজেই এধরণের দুর্যোগে তওবা করা এবং বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। পীর সাহেব চরমোনাই বলেন, একদিকে করোনাভাইরাস অপরদিকে ঘূর্ণিঝড়। তিনি এ সকল বিপদে ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করে করে বেশি বেশি তওবা ইস্তিগফার এবং দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।