বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমপানের তান্ডবে সাতক্ষীরায় দুইজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পশু পাখির প্রাণহানি ঘটেছে ২,৭৪০টির।
নিহতরা হলেন,শহরের কামাননগরের করিমন বিবি(৪০) ও বাঁকালের শামসুর রহমান(৫৮)।
আহতদের মধ্যে কালিগঞ্জের দীন ইসলাম ও তার ছয় বছরের শিশুকন্যা দীনা ইসলামের নাম জানা গেছে। দীনার অবস্থা আশংকাজনক।
সাতক্ষীরা জেলা প্রশসকের কন্ট্রোল রুম (নিয়নত্রন কক্ষ) থেকে নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করে আরো জানানো হয় যে, সুপার সাইক্লোন আমপানের তান্ডবে জেলায় ১২,৬৯৮ হেক্টর চিংড়ি ঘের,অন্যান্য মাছের খামার ৬৫০০ হেক্টর, কৃষি ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে ৮৭৯ হেক্টর,আংশিক ৩০,২৫২ হেক্টর, ঘরবাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে ২২,৫১৫টি,আংশিক নষ্ট ৬০,৯১৬ টি,রাস্তাঘাট কাঁচাপাকা ৮১ কিমিঃ এবং বাঁধ ৫৭.৫ কিমিঃ নষ্ট হয়েছে।
গাছপালা ভেঙেছে হাজার হাজার। ২৪ ঘন্টার পরও বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
উল্লেখ্য,সুপার সাইক্লোন আমপান বুধবার বিকালে কলকাতায় আংশিক আঘাত হেনে বাংলাদেশে প্রবেশ করে। এরপর টানা কয়েক ঘন্টা তান্তব চালায় সুন্দরবনসহ সাতক্ষীরা জেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।