Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধেই সারবে করোনা

করোনার ওষুধের বিষয়ে চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০৩ এএম

কোন টিকা ছাড়াই শুধুমাত্র ওষুধের মাধ্যমে করোনা মহামারি থামানো সম্ভব বলে দাবি করেছেন চীনের একদল গবেষক। করোনা ভাইরাসের ওষুধের বিষয়ে চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনটি দাবি করেছেন। গবেষকদের দাবি, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের এই ওষুধ শুধু সারিয়ে তুলবে না পাশপাশি শরীরে স্বল্প সময়ের জন্য ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলবে। গত রবিবার বিজ্ঞান সাময়িকী ‘সেল’-এ এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, এই ওষুধ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরপেক্ষ এন্টিবডি তৈরি করে যা ভাইরাসের কোষকে প্রতিরোধ করে। এ বিষয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের বেইজিং অ্যাডাভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক্সের পরিচালক সানি শিয়ে বলেন, সংক্রমিত ইঁদুরের ওপর ওষুধটির পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল পাওয়া এটি সম্ভাবনা জাগিয়েছে। শিয়ে জানায়, ওষুধটি নিয়ে তর দল দিন রাত কাজ করে যাচ্ছে। গবেষক শিয়ে বলেন, ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। চীনে সংক্রমণ কমে আসায় অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশে এর ট্রায়াল করা হবে। এই বছরের শেষ নাগাদ ওষুধটি ব্যবহার করা যাবে এবং শীতের আগেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভর বলেও জানান সানি শিয়ে। করোনা ভাইরাসের পাঁচটি সম্ভাব্য ভ্যাকসিনকে মানবদেহে পরীক্ষার পর্যায়ে কাজ গেছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার ভ্যাকসিন বের করতে ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে রেমডেসিভির নামের একটি ওষুধ করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে পরীক্ষাম‚লকভাবে সফল হয়। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ