Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০৩ এএম

ছড়িয়েছেন ধনীরা
মেক্সিকোর শিল্পোন্নত শহর, নাইজেরিয়ার উত্তরে এবং ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গেলে করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের একটা নতুন নাম খুঁজে পাওয়া যায়। এখানকার বাসিন্দারা কোভিড-১৯-এর নাম দিয়েছেন ‘ধনীদের রোগ’। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিবরাই। লস অ্যাঞ্জেলস টাইমস।

প্রবাসীদের ট্যাক্স
কুয়েতের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপের দাবি জানিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। পার্লামেন্টের মানব সম্পদ কমিটির প্রধান খলিল আল সালেহ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপের দাবি জানিয়েছেন এবং এরই মধ্যে পার্লামেন্টে একটি খসড়া বিল প্রস্তাব করেছেন। গাল্ফ নিউজ।

পাউডারে ট্যালক
যুক্তরাষ্ট্র ও কানাডায় বেবি পাউডারে আর ট্যালক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে জনসন অ্যান্ড জনসন। তবে ‘ব্যাপক চাহিদাসম্পন্ন’ গেøাবাল মার্কেটের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। ২০২০ সালের ১৯ মে এক ঘোষণায় নিজেদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সিএনএন।

কমেছে নির্গমন
করোনাভাইরাস মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করার ফলে কার্বন ডিঅক্সাইড নির্গমনে নাটকীয় অবনতি হয়েছে। গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালের এপ্রিল মাসের চেয়ে এই বছরের একই সময়ে প্রতিদিন গ্রিন হাউস গ্যাস নির্গমন কমেছে ১৭ শতাংশ। বৈশ্বিক কার্বন নিঃসরণ নিয়ে এটিই ২০২০ সালের প্রথম সুনির্দিষ্ট গবেষণা। দ্য গার্ডিয়া ।

৩শ’ কোটি গাছ
জীববৈচিত্র্য সংকট মোকাবিলায় ৩০০ কোটি গাছ রোপণ করার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। আগামী ১০ বছরে (২০৩০ সালের মধ্যে) এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি পরিবেশবাদী এনজিও কর্তৃক অনলাইনে প্রকাশিত খসড়া পরিকল্পনার নথিতে এই তথ্য জানা গেছে। দ্য গার্ডিয়ান।

জরিমানার শিকার
সমুদ্রে জালে আটকা এক তিমিকে মুক্ত করে জরিমানার শিকার হয়েছেন এক অস্ট্রেলীয়। স্থানীয় কর্মকর্তাদেরকে তিমিটি উদ্ধারের জন্য ফোন করার পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কেউ না আসায় ওই ব্যক্তি নিজ থেকেই এগিয়ে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।এরপর সৈকতে ফিরে এলে তাকে জরিমানা করা হয়। বিবিসি।

ফিনল্যান্ডে শিথিল
গত দু’সপ্তাহ ধরে ফিনল্যান্ডে করোনাভাইরাস থিতিয়ে এসেছে এবং শিথিল হতে চলেছে সব ধরনের বিধিনিষেধ। করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে বলেও মনে করছে দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন। এ পর্যন্ত ১৫২৩০০ জনকে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করে ৬ হাজার ৩৯৯ জনের মধ্যে তা শনাক্ত হয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ