বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরে গত ২৪ ঘন্টায় পুলিশ, র্যাবসহ নতুন করে আরও ২৮ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন পুলিশ এবং ৪ জন র্যাবের সদস্য। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২’শ ৬৭ জনে।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানিয়েছেন, রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৮ জনের নমুনায় করোনা পজেটিভ ফল পাওয়া যায়। যার মধ্যে রংপুর পুলিশ লাইন্সের ১৮ পুলিশ সদস্য, ৪ জন র্যাবের সদস্য, ২ জন মেট্রোপলিটন পুলিশের সদস্য, রংপুর নগরীর মুলাটোল এলাকার একজন পুরুষ (৪৮), গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের একজন পুরুষ (৩৬), তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের একজন নারী (৩৪), পীরগাছা উপজেলার একজন পুরুষ (৩২)। এনিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৭ জনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।