বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর পিসিআর ল্যাবে সিলেট সদরের ৯০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে কাল ২১ মে থেকে এই ল্যাবে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হবে কেবল সুনামগঞ্জ জেলার। বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান ‘আজ সকালে সদরের ৯০টি নমুনা পরীক্ষা করার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। রাতেই ফলাফল আসবে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের সাথে কথা হয়েছে জানিয়ে ডা. আনিসুর রহমান আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার নমুনা শাবিপ্রবির ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রায় কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে ল্যাবটি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।