Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে নদী তীরবর্তী মানুষদের আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ৩:৩৯ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ভারী বৃষ্টি, বাতাস ও অতিরিক্ত জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৯টি স্কুল কাম সাইক্লোন সেল্টার ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সহ মোট ৩৯টি ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে । ঝুঁকিপূর্ণ গ্রামগুলো চরসাউদখালী, কালাইয়া, খোলপটুয়া, কলারণ, জাপানী ব্যারাক হাউজ, ঢেপসাবুনিয়া, চাড়াখালী গুচ্ছ গ্রাম, টগড়া, পাড়েরহাট আবাসনের মানুষ ও গবাদীপশু নিরাপদ আশ্রায় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঝুকিপূর্ন এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ইতিমধ্যে অনেক আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার পৌছানো এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের সাথে সেচ্ছাসেবকসহ বেসরকারী প্রতিষ্ঠানও কাজ করছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ