বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্তমানে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করোনা ভাইরাসে আক্রান্তের হটস্পটে পরিণত হয়েছে। জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। তবুও মানুষরা করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করছে না। অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মানুষদের জীবন যাত্রা। নওগাঁয় গত ২৪ঘন্টায় ৮বছরের ১ শিশু, ১ স্কুল শিক্ষার্থী ও ৩জন পুলিশ সদস্যসহ নতুন করে ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মোর্শেদ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরের ১পুলিশ সদস্য ও ১ স্কুল শিক্ষার্থী, পত্নীতলা থানার ২পুলিশ সদস্য ও ১জন সাধারন মহিলা ও মহাদেবপুর উপজেলার ৮বছরের এক শিশু রয়েছে। শিশুটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনায় আক্রান্তরা শতকরা ৮২ভাগ হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে যায়। যদিও সামান্য একটু জ্বর, সর্দি থাকে। এ পর্যন্ত জেলায় ৮৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।