মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রকেট হামলায় ফের কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। মঙ্গলবার ভোরে মার্কিন দ‚তাবাস, সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোন এলাকায়ও এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছ কি না সেটি এখনো জানা যায়নি। এদিকে এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত অক্টোবর থেকে ইরাকে মার্কিনীদের লক্ষ্য করে এ পর্যন্ত ২৪ টির বেশি হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পক্ষ থেকেই চালানো হয়েছে এসব হামলা। গত রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ইরাক এবং সিরিয়া থেকে মার্কিন সেনা অবশ্যই প্রত্যাহার করতে হবে। জানা গেছে, করোনা ভাইরাস এবং আইএস জঙ্গিদের তৎপরতা কমে যাওয়ায় ইরাক থেকে ইতোমধ্যে প্রায় সাড়ে ৭ হাজার সেনা ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।