মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অতিরিক্ত ধূমপানে
ইন্দোনেশিয়র চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ধচমপান কমে আসলেও ইন্দোনেশিয়ায় আগের অবস্থাতেই রয়েছে। মহামারি বিশেষজ্ঞ বলেন, ‘করোনায় অনেক মৃত্যু হয়েছে শুধুমাত্র তাদের ফুসফুসের অবস্থা খারাপ এ কারণে। আর এদের বেশিরভাগই ধচমপায়ী। বাস্তবতা হচ্ছে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ ধচমপান করে। আর এ কারণেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয়ী হতে পারছি না।’ বুলমবার্গ।
ভারতে লক্ষাধিক শনাক্ত
ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এ পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি।
অস্বীকার অস্ট্রেলিয়ার
চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য যুদ্ধ চলছে না বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড। তবে এর একদিন আগেই অস্ট্রেলিয়ার বার্লি আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে চীন। এছাড়া স¤প্রতি অস্ট্রেলিয়া চারটি বৃহৎ প্রতিষ্ঠান থেকে গরুর গোশত আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। রয়টার্স।
লজ্জা দেয়ার চেষ্টা
ইরান ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে লজ্জা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বোল্টন বলেন, বেইজিং ও তেহরান ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়ে ওয়াশিংটনকে বিপাকে ফেলার চেষ্টা করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।