Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় চার জন নিখোঁজ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার তিন ছাত্রসহ চার যুবক বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তিনজনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৩৮ বছর। নিখোঁজদের মধ্যে একজন কলেজ, একজন স্কুল, একজন মাদ্রাসা ছাত্র ও অপরজন জীবন বীমার এক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে জেলার শ্যামনগর উপজেলায় দু’জন ও কলারোয়া উপজেলায় দু’জন রয়েছে। তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিজ নিজ থানায় জিডিও করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, উপজেলার পরানপুর গ্রামের হাবিব হোসেন সুজন ( ১৬) বেশ কিছুদিন যাবত বাড়ি থেকে নিখোঁজ রয়েছে।
তার বাবা জলিল গাজি সাংবাদিকদের জানান, সুজন পরানপুরের এ, রউফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। তিনি আরো জানান, একই দিনে একই সময়ে তার ভাতিজা শাকিল হোসেন দোলন (১৭) বাড়ি থেকে নিখোঁজ হয়। শাকিল পরানপুর গ্রামের দাউদ গাজির ছেলে। এবার এসএসসি পাস করে শাকিল শ্যামনগর সরকারি মহসিন কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। শাকিল থাকতো শ্যামনগরের বাধঘাটা গ্রামে। আবদুল জলিল আরো জানান, তারা দুই ভাই একদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি।
এদিকে, কলারোয়া উপজেলার দুই জনের মধ্যে একজনের নাম মওলানা জাকির হোসেন ( ৩৮)। তিনি গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিখোঁজ অপর মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল কাদের (১৬)। সে উপজেলার মুরারী কাটি গ্রামের আজগর আলীর ছেলে। নিখোঁজ আব্দুল কাদের মুরারীকাটি মাদ্রাসার দাখিল শ্রেনীর ছাত্র।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মো. মাসুদ করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই ব্যক্তির স্বজনরা থানায় দুটি সাধারণ ডায়েরী করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরায় চার জন নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ