Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারঘাটে ফেনসিডিলসহ ১৪ জন গ্রেফতার

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ফেনসিডিল-সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় চলে এ অভিযান। এ সময় ৩০০ বোতল ফেন্সিডিল-সহ ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আরো ১২ জন সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গৌরশহরপুর এলাকার মানিক, দফাদার পাড়া গ্রামের রেশেক, মেরামতপুর এলাকার জাকির, একই এলাকার সাজেদুল ও জালাল, গৌরশহরপুর এলাকার স্বপন, ঝিকরা এলাকার শফি ও সেলিম, মহননগর এলাকার নুরুল ইসলাম, জোতকার্ত্তিক এলাকার সদ্দার আলী, পুড়াভিটা এলাকার রোমান আহম্মেদ, হলিদাগাছী আশ্রয়ন প্রকল্পের বাবু ও কায়েম উদ্দিন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ৮০ বোতল ফেনসিডিল-সহ গৌরশহরপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে মাদক স¤্রাট একাধিক মাদক মামলার আসামি মানিক ও দফাদারপাড়া গ্রামের নিমছার আলীর ছেলে অপর মাদক স¤্রাট রেশেক আলীকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারঘাটে ফেনসিডিলসহ ১৪ জন গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ