Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী আদর্শ বিস্তারে ছারছীনার মরহুম পীর ছাহেবদ্বয়ের অবদান অবিস্মরণীয়-ছারছীনার পীর ছাহেব

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ছারছীনা সংবাদদাতা : ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ্সূফী নেছারউদ্দীন আহমদ (রহ.) এর ৬৪তম ও তদীয় সন্তান হযরত মাওলানা শাহ্সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহ.) এর ২৬তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপি ঈছালে ছওয়াব মাহফিলে সমবেতদের উদ্দেশ্যে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আমরা মুসলমান, এই পৃথিবীতে মূলত ইসলামী আদর্শকে লালন করেই মুসলমানগণ আজ পর্যন্ত টিকে আছে। আর ইসলামী আদর্শ ব্যতিরেকে কোন মুসলমান সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারেনা। ইসলাম কখনো অশান্তি, অরাজকতা, উগ্রতা, উদাসীনতা, হানাহানি আদৌ পছন্দ করেনা। মুসলমানদের ইসলামী আদর্শকে সঠিকভাবে বজায় রাখার জন্য যুগে যুগে হক্কানী আওলিয়ায় কেরামগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর বাংলাদেশ সহ এই উপমহাদেশে ইসলামী আদর্শ বিস্তারে ছারছীনার মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের অবদান অবিস্মরণীয়।
গত ৩১ জানুয়ারি রোববার ভোররাতে আখেরী মোনাজাতের পূর্বে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
তিন দিনব্যাপি মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোস্তফা হামিদী, বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, মরহুম হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গি আলহাজ্ব মাওলানা আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা, ছারছীনা জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুহতামিম মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাওলানা ওসমান গণি সালেহী প্রমূখ।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক ড. হাফেজ মাওলানা রুহুল আমিন, হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব শাহ্ আবু বকর মুহাঃ ছালেহ নেছারুল্লাহ, সাবেক চীপ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সুযোগ্য ছেলে ও বরিশাল মহানগর আওয়ামিলীগ নেতা ও যুবলীগের কেন্দ্রীয় অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক হোসেন আবদুল্লাহ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি. এম কবির, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আদর্শ বিস্তারে ছারছীনার মরহুম পীর ছাহেবদ্বয়ের অবদান অবিস্মরণীয়-ছারছীনার পীর ছাহেব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ