Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদি বঙ্গবন্ধু সড়কের বেপারি বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পানিতে ডুবে একই বাড়ির দু’শিশুর করুন মৃত্যু হয়েছে।
নিহত দু’শিশু কাশেম বেপারীর শিশুকন্যা নিহা (৫) ও ভাড়াটিয়া মোস্তফা মিয়ার কন্যা রিনা আক্তার (৬)।
এলাকাবাসী জানায় ওই দুই শিশুকন্যা নিহা ও রিনা দু’জন বাড়ির পাশের ক্ষেতের পানিতে গোসল করতে নামে। গোসলের ছলে খেলা করতে করতে একসময় তারা ক্ষেতের পাশের ডোবার পানিতে চলে যায়। ডোবাটি গভীর হওয়ায় তারা দু’জন সাঁতার না জানাতে পানিতে তলিয়ে যায়।
এদিকে পরিবারের লোকজন তাদেরকে অনেকক্ষণ দেখতে না পেয়ে বাড়ির আশে পাশে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর  ক্ষেতে তাদের জামা কাপড় দেখতে পেয়ে পানিতে নেমে তাদের খুঁজতে থাকে। পরে ওই ডোবার পানির নিচ থেকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ