বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের শপিংমল ও বিপণী বিতানগুলো পুনরায় চালু ও শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন দোকান মালিক ও শ্রমিকরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এই বিক্ষোভ করে তারা। গত ১০ মে ঠাকুরগাঁওয়ের বিপণী বিতানগুলো চালু করেন ব্যবসায়ীরা। পরে সামাজিক দূরত্ব না মানায় ১৭ তারিখ জেলার সকল ধরনের শপিংমল বন্ধ করে দেয় জেলা প্রশাসক। দোকান বন্ধের সিদ্ধান্তে লোকসানের মুখে মালিকরা এমনি দাবি মালিকপক্ষের। অপরদিকে কর্মচারীরা জানান ঈদের আগেই যাতে তাদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়।
উল্লেখ্য স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মানার কারণ দেখিয়ে জনসাধারণের করোনা নিরাপত্তা ঝুঁকির মুখে থাকায় কাপড় , জুতা, তৈরী পোষাক ও কসমেটিকস এর দোকান সোমবার থেকে এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।