বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা না করায় করোনা ভাইরাস সংক্রামনের ঝুকি বেড়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর বাউফলে ফের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার থেকে উপজেলার ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ব্যতীত সকল দোকান/ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় এক গনবিজ্ঞপ্তি জারি করেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১০ই মে রোজ রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। সে দিন থেকেই সব ধরনের দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। কিন্তু বিগত পাচ দিনে মার্কেট এবং শপিং মলগুলোতে সারকারের সেই নির্দেশনা মানা হচ্ছে না। আর এতে করোনা ভাইরাস সংক্রামনের ঝুকি আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় ফের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেন প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সংক্রামন রোধে পটুয়াখালী জেলার অন্যান্য উপজেলার মত বাউফল উপজেলার ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশ অমান্য করায় আজ সোমবার দুপুর পর্যন্ত কালাইয়া ও বাউফল পৌর সদরে অভিযান চালিয়ে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৯ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে কালাইয়া বন্দরের ছয় ব্যবসা প্রতিষ্ঠানের অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) আনিচুর রহমান বালি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।