Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী লিগ বাতিল করবে না বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৬:০২ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ মুখ থুবড়ে পড়লেও নারী লিগ বাতিল করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তথ্যটি সোমবার বাফুফের মহিলা ফুটবল কমিটি সুত্রে নিশ্চিত হওয়া গেছে। করোনা সংক্রামণ রুখতে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে গত ১৬ মার্চ স্থগিত করা হয় এবারের বিপিএল। স্থগিতের দু’মাস পর ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে লিগ বাতিল করতে বাধ্য হয় বাফুফে। করোনাভাইরাসের প্রভাবে এবার ঝরে পড়লো ঘরোয়া ফুটবলের একটি মৌসুম। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৭ মে বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় বাতিল ঘোষণা করা হয় বিপিএলের দ্বাদশ সংস্করণ সহ বাংলাদেশ ফুটবলের ২০১৯-২০২০ মৌসুমের বাকি অংশ। করোনা দুর্যোগের আগে বিপিএলের মতো নারী লিগও যথারীতি মাঠেই ছিল।

দীর্ঘ ৬ বছর পর গত ফেব্রুয়ারি মাসে মাঠে গড়ায় নারী ফুটবল লিগ। করোনা দুর্যোগ শুরু হওয়ার আগেই এ লিগের প্রথম পর্ব শেষ হয়। তবে সাত দলের এ লিগের প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনাভাইরাসের থাবায় তা স্থগিত হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে স্থগিত থাকা নারী লিগ শিগগিরই শুরু করাটা কঠিন হলেও এ আসর বাতিল করা হবেনা বলেই জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়রম্যান মাহফুজা আক্তার কিরণ। তার ধারণা, আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং সেপ্টেম্বরেই ফের মাঠে নামানো যাবে নারী লিগ। এ প্রসঙ্গে সোমবার কিরণ বলেন,‘আমরা মেয়েদের লিগ বাতিল করবো না। লিগে বিদেশি খেলোয়াড় খেলছে না। তাই সেভাবে ক্লাবগুলোর বড় রকমের খরচও নাই। করোনার দাপটে আপাতত খেলা বন্ধই থাকবে। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী সেপ্টেম্বরে লিগের বাকি অংশের খেলা শুরু হতে পারে।’

এবারের নারী লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ