Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬১ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৩:৩০ পিএম

করোনাভাইরাসের মধ্যে চলতি সপ্তাহের মধ্যেই ১৬১ জন ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কারাগারে থাকা এসব আসামীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রায় ৯৫টি জেলে ১ হাজার ৭৩৯ জন ভারতীয় কারাবন্দি রয়েছে। এদের সবাই অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের দায়ে আটক রয়েছেন। খবর জি নিউজের।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বলছে, ২০১৮ সালেও ৬১১ জন ভারতীয়কে দেশে পাঠিয়েছিল তারা।

যদিও কারাবন্দিরা নিজের দেশে নির্যাতনের স্বীকার হয়েছে এই মর্মে আদালতের কাছে অ্যাসাইলামে পাঠানোর অনুমতি চেয়েছিল। কিন্তু আদালত সব অনুরোধ বাতিল করে বিশেষ বিমানে তাদের বাড়ি ফেরানোর পক্ষে রায় দিয়েছে।

এই ১৬১ জনের মধ্যে তিনজন নারী ও দুজন ১৯ বছরের যুবকও রয়েছে। ১৬১ জনের মধ্যে ৭৬ জন হরিয়ানার, ৫৬ জন পঞ্জাবের, ১২ জন গুজরাটের এবং বাকিরা উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও গোয়ার বাসিন্দা।



 

Show all comments
  • Monjur Rashed ১৮ মে, ২০২০, ৩:৪৭ পিএম says : 0
    Incredible India --- so called fourth largest economy in the world.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ