বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অমান্য করায় আজ (সোমবার) থেকে জরুরী পরিষেবা
সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছেন পটুয়াখালীর জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী। রবিবার রাতে ঘোষিত ওই আদেশে বিষয়ে রাতেই জেলা শহরের সড়কগুলোতে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে পুলিশী প্রহরা।
জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গত ১১ মে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলগুলোতে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয় এবং স্বাস্থ্য বিধি উপেক্ষা করা হয়। এমতাবস্থায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু বিবেচনায় করোনা সংক্রমণ এড়াতে সোমবার থেকে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া গেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।