Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটের কচুয়ায় মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৯:৫০ এএম

বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যাওয়া নারী (৪৮) করোনায় আক্রান্ত ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মণিশংকর পাইক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নারীকে গোসল, জানাজা ও দাফনকাজে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্ বিভাগ।মৃতের বাড়ি সহ ২০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরএমও মণিশংকর পাইক বলেন, গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে ওই নারী মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মারা যাওয়ার এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন তিনি। জ্বর ও গলাব্যথা থাকায় দাফনের আগে তাঁর নতুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ওই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এনিয়ে বাগেরহাটে করোনা সনাক্ত হয়েছে ১০ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২ জন,মারা গেছেন ২ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখা ৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ