নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাস দুর্যোগে শুরু থেকেই অসহায় মানুষদের পাশে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। নিজ জেলা বাগেরহাটে অসহায়, দুস্থ মানুষদের সাহায্য করছেন নিজের সাধ্যমতো।
রমজান মাস পেরিয়ে দেখতে দেখতেই চলে এসেছে ঈদুল ফিতর। গতকাল গেলো ২৩ রমজান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রোববার বা সোমবারেই হবে ঈদ। কিন্তু করোনার কারণে ঈদের আনন্দ নেই কারো মনে। তবু কিছু অসহায় মানুষের ঈদ আনন্দকে রাঙিয়ে তুলতে একটি ছোট্ট প্রয়াস নিয়েছেন রুবেল।
বাগেরহাটে ৩০০ জন অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে নতুন জামাকাপড় দিয়েছেন তিনি। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা ছিল, ‘রুবেল হোসেনের পক্ষ থেকে ঈদ উপহার।’ নিজের ফেসবুক পেজে কাল এর ছবি পোস্ট করেছেন রুবেল।
তিনি লিখেছেন, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারো। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি, এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম, আমি আমার বাগেরহাটে ৩০০ দুস্থ মানুষের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।’
এদিকে গত সোমবার তৃতীয়বারের মতো বাগেরহাটের অসহায় মানুষদের খাবার দিয়ে সাহায্য করেছেন রুবেল। প্রথমবার ২১৫ প্যাকেট এবং দ্বিতীয় ৪৫০ পরিবারকে সহায়তার পর, সবশেষ আরো ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন জাতীয় দলের এই তারকা পেসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।