বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। তার একদিন আগে তার স্বামী মারা যান হৃদরোগে। অন্যদিকে চমেক হাসপাতালে করোনা রোগীর মৃত্যু দেখে আতঙ্কে পালানোর পথেই মারা যান এক পোশাক কর্মী।
জেনারেল হাসপাতালে গত শনিবার রাতে মারা যান নগরীর পাথরঘাটার লাকি বড়–য়া (৫৭)। করোনা আক্রান্ত হলে ১১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মে তার স্বামী মারা যান একটি বেসরকারি হাসপাতালে। তবে তার রিপোর্ট করোনা নেগেটিভ আসে।
এদিকে করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন নুপুর আক্তার। সেখানে এক জনের মৃত্যু দেখে হাসপাতাল থেকে ভয়ে পালাতে যান তিনি। শনিবার রাতে ইপিজেড এলাকার বাসায় পৌঁছার আগেই পথে নগরীর দেওয়ানহাটে রিকশাতেই তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার শ্রমিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।