Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাঁচাতে কেউ আসেনি

হিন্দুস্থান টাইমস | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। লকডাউনে কোনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। অবশেষে আত্মহত্যা করলেন ‘আদত সে মজবুর’ অভিনেতা মনমীত গ্রেওয়াল।
গত শুক্রবার রাতে তার নভি মুম্বাইয়ের বাড়িতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে ঋণের দায়ে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর লোকজনের জেরে কোন কাজও পাচ্ছিলেন না তিনি।
অভিনেতার স্ত্রী তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন। তিনি মনমীতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন মনমীতের স্ত্রী।
প্রতিবেশীরা ভেবেছিলেন মনমীত হয়তো করণা ভাইরাসে আক্রান্ত। আর তাই কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেননি তারা।

মনমীতের বন্ধু মনজিত সিং জানিয়েছেন, ‘সেদিন সন্ধ্যায় সে কিন্তু স্বাভাবিকই ছিল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন ওর স্ত্রী রান্না ঘরে। হঠাৎ চেয়ারের শব্দ শুনে তিনি ঘরে ছুটে যান। মনমীতকে দেখে তিনি চিৎকার করছিলেন। অবশেষে প্রতিবেশীরা আসেন। কিন্তু তারা ভেবেছিলেন মনমীতের করোনা হয়েছে। তাই ঝুলন্ত অবস্থা থেকে তাকে বাঁচাতেও কেউ এগিয়ে আসেনি।’
প্রসঙ্গত, আদত সে মজবুর এবং কুলদীপক টিভি শো তে অভিনয় করেছেন মনমীত গ্রেওয়াল।



 

Show all comments
  • jack ali ১৮ মে, ২০২০, ১:১৯ পিএম says : 0
    We have lost our humanity and consciousness. In animal kingdom, they share there food with other animal.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ