মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী করোনা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে স্পেনের জনগণ। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন স্লোগান দিচ্ছেন। শনিবার করোনা মহামারীর মধ্যেই স্পেনে শুরু হয় এ সরকার বিরোধী বিক্ষোভ। আইন-শৃঙ্খলা বাহিনী এ সময় বিক্ষোভকারীদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান করলেও তা না মেনেই সালামাঙ্কায় কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে স্পেনের পতাকা ছিল। ক্ষমতাসীন বামপন্থী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভরত একজন বলেন, করোনা নিয়ে সরকারের নেয়া সব পদক্ষেপের বিরুদ্ধে আমি। তাদের উচিত সবাইকে পরীক্ষা করা যেন সুস্থরা কাজে ফিরে যেতে পারে এবং অর্থনীতি আবারও চালু করা যায়। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমরা যে পথে যাচ্ছি, সেটিই একমাত্র সম্ভাব্য পথ। এসময় জুন মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদে প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি। গত ১৪ মার্চ করোনার বিস্তার রোধে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করে স্পেন। কর্মকর্তারা জানান, দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলেও ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার আগ পর্যন্ত আরও কিছু সময় বিধিনিষেধ মেনে চলা দরকার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।