প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল করোনাকালে অসহায় মানুষদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এবার তার সম্পদের যাকাত থেকে ১০ লাখ টাকা তার অস্বচ্ছল ভক্তদের মাঝে বিতরণ করবেন। এই যাকাত দুই হাজার টাকা করে ৫০০ জনকে দেবেন বলে গত ১৭ মে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন। এই টাকা ২৬ রমজান বা ২০ মে ‘নগদ’-এর অ্যাকাউন্টের মাধ্যমে দেয়া হবে। তবে শুরুতে ১০ লাখ টাকা বিতরণ করার ঘোষণা দেয়া হলেও, বিপুল সাড়া পাওয়ায় তা বর্ধিত করে ২০ লাখ টাকা করা হয়েছে। এ অর্থ পেতে হলে অস্বচ্ছল ভক্তদেরকে অনন্ত সিআইপি এবং অনন্ত ও বর্ষা ফ্যান ক্লাব গ্রুপে যুক্ত হতে হবে এবং একটি ফরম পূরণ করতে হবে। ফরমে আগ্রহীদের ই-মেইল অ্যাড্রেস, নাম, মোবাইল নাম্বার, পেশা, ভোটার আইডি কার্ড নম্বর, স্থায়ী ঠিকানা, জেলার নাম উল্লেখ করার পাশাপাশি ভোটার আইডি কার্ড নিজের চেহারার কাছে নিয়ে স্পষ্টভাবে ছবি তুলে এবং নগদ-এর অ্যাকাউন্ট নম্বর দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। ঘোষণায় এ অনুরোধও করা হয়, অনুগ্রহ করে কোনো সামর্থ্যবান যেন অসহায়দের হক না নেন। অনন্তর এ ঘোষণার পর অসংখ্য ভক্ত ইতোমধ্যে আবেদন করেছেন। এ ব্যাপারে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, করোনাকালে অসহায়দের সহযোগিতার পাশাপাশি আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা অস্বচ্ছল বিশেষ করে আমার যারা ভক্ত তাদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। শুরুতে ১০ লাখ টাকা দুই হাজার টাকা করে ৫০০ জনের মধ্যে বিতরণ করার ঘোষণা দিলেও এখন দেখা যাচ্ছে, তাতে হবে না। কারণ প্রতি সেকেন্ডে আবেদন জমা পড়ছে। তাই নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, এই ফান্ড ২০ লাখ টাকায় উন্নীত করে ১০০০ জনের মধ্যে বিতরণ করব। এতে ঈদে অন্তত এই এক হাজার জন কিছুটা হলেও উপকৃত হবেন। এছাড়া আমার পক্ষ থেকে স্বাভাবিকভাবে যে সহযোগিতা কার্যক্রম চলছে, তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উৎকৃষ্ট সময় এটি। যারা সামর্থ্যবান, তাদের জন্য আল্লাহতাআলা এই সুযোগ দিয়েছেন। এই সুযোগের সদ্বব্যবহার করা প্রত্যেক সামর্থ্যবানের উচিত। কারো দ্বারা যদি একজন মানুষও উপকৃত হয়, তবে এ কঠিন সময়ে এটি অনেক বড় হয়ে দেখা দেবে। কাজেই আমি সামর্থ্যবানদের আহবান জানাই, আসুন, আমরা অসহায়দের পাশে দাঁড়াই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।