Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পম্পেও’র সুপারিশেই বরখাস্ত হন স্টিভ লিনিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৬:১২ পিএম

মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি পম্পেওয়ের সুপারিশেই বরখাস্ত হয়েছেন আলোচিত স্টেট ডিপার্টমেন্টের মহাপরিদর্শক স্টিভ লিনিক।ব্যক্তিগত অসামঞ্জস্যের কারণ দেখিয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রধান নজরদারি কর্মকর্তা বরখাস্তের ২৪ ঘণ্টা না যেতেই এক হোয়াইট হাউজ কর্মকর্তা জানিয়েছেন এই তথ্য।-এনবিসি, রয়টার্স, সিএনএন

তিনি বলেন, পম্পেও এই উদ্যোগ নেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হয়ে যান। শুক্রবার বরখাস্ত করা হয় স্টেট ডিপার্টমেন্টের মহাপরিদর্শক স্টিভ লিনিককে। হোয়াইট হাউজের এক এইড এনবিসি নিউজকে বলেন, ‘ঐ কর্মকর্তা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। কিন্তু রিপাবলিকান পার্টি বা পম্পেওয়ের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হতে রাজি ছিলেন না বলেই তাকে বরখাস্ত করা হয়।
শুক্রবার হাউজ ফরেন অ্যাফেয়ার্স চেয়ারম্যান এলিয়ট এল. অ্যাঙ্গেল জানান, তিনি শুনেছেন লিনিক পম্পেও এর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছেন।
ট্রাম্প এই সিদ্ধান্তের কথা এক চিঠিতে কংগ্রেসকে অবহিত করেন। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির উদ্দেশ্যে তিনি লেখেন, তার লিনিক এর উপর পূর্ণ আস্থা আর নেই। তার মতে, গুরুত্বপূর্ণ পদাধিকারীদের প্রতি প্রেসিডেন্টের আস্থা চলে গেলে কাজ করা অসম্ভব হয়ে পড়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ