বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশে ১০ টাকা কেজি দরের চাল ও অন্যান্য সামগ্রী বিক্রির নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল বেঞ্চে শুনানির উদ্দেশ্যে গতকাল শনিবার অনলাইনে রিটটি ফাইল করেন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’র পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, বিভিন্ন নগরীতে টিসিবির মাধ্যমে ১০ টাকা কেজি মূল্যের চাল এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। সেটি বর্তমানে শুধুমাত্র সিটি করপোরেশন এবং কিছু কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমিত পরিসরে বিক্রি করা হয়। এ কারণে এর সুফল সারাদেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ ভোগ করতে পারছে না। কিন্তু রাষ্ট্র কর্তৃক কম দামে খাদ্যদ্রব্য কেনার অধিকার বাংলাদেশের শুধুমাত্র সিটি করপোরেশন এবং পৌরসভার মানুষেরই নয়। বরং দেশের যেকোনো প্রান্তে বসবাসকারি সাধারণ মানুষেরও কেনার অধিকার রয়েছে। করোনার বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ সরকারি ছুটি চলছে। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এ পরিস্থিতিতে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা ব্যাপক আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছেন। তারা নিদারুণ অর্থ সংকটে ভুগছেন। অন্যদিকে যেহেতু এ উদ্যোগটি দেশের সাধারণ মানুষের জন্য তাই এ বিষয়টি শুধুমাত্র সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে সীমিত করে রাখা সাধারণ মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী।
রিটে আরও বলা হয়, খাদ্যের অধিকার, জীবন ধারণের অধিকার, আইনত ন্যায্য অধিকার পাওয়া মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। সংবিধানের ১৫ অনুচ্ছেদে খাদ্য, বস্ত্র,বাসস্থান,শিক্ষা এবং চিকিৎসাকে মৌলিক প্রয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, রাষ্ট্র উহার নিশ্চয়তা প্রদান করবে। রাষ্ট্র্রের পক্ষে বিবাদীগণ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।