Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর পলাশের নতুন গান দেহডিঙি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

আসছে সঙ্গীতশিল্পী কিশোর পলাশের নতুন গান দেহডিঙি। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। অভি আকাশের সুরে সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করতে যাচ্ছে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি সিরিজ। বিকাশ সাহা পরিচালিত এই ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা সাব্বির আহমেদ ও পড়শী রুমী। সুনামগঞ্জের টেকেরঘাট, নীলাদ্রির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে বলে জানিয়েছেন ভিডিও নির্মাতা বিকাশ সাহা। ‘আমার দেহডিঙ্গির হাড়ের গুড়া মন-পাটাতন ভাঙাচুরা বাইনে বাইনে চুয়ায় পানি আছড়ে পড়ে দারুণ ঢেউ গুরু তুমি বিনে নাইযে আমার কেউ..... গুরু-এমনই হৃদয়গ্রাহী কাব্যকথায় গড়ে উঠা এ গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। কিশোর পলাশ জানান, করোনা মহামারীর আগেই, ঈদ আয়োজনকে ঘিরে গানটি করা হয়েছিল। যেহতেু হোম কোয়ারেন্টাইনে থেকেও সচল রয়েছে বিনোদনের সবগুলো মাধ্যম, তাই ঘরবন্দি মানুষের জন্যে নিয়ে গানটি ছাড়া। আশা করি, দর্শক শ্রোতারা এই গানটি বেশ ভালোভাবে উপভোগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেহডিঙি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ